ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত শাকেদ সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতা করলেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভবনাকে নাকচ করে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি সবার জন্যই ভালো। এভাবে চললে এ পরিস্থিতির আরো উন্নয়ন সম্ভব। খবর মিডল ইস্ট মনিটরের।
এই ইসরায়েলি মন্ত্রী চলতি সপ্তাহের শুরুতে আরব আমিরাত সফরে যাওয়ার পর বর্তমান সময়কে সবচেয়ে ভালো সময় বলে উল্লেখ করেন। আইলেত আরও বলেন, ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী ইসরায়েলি রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ। তিনি এসব ইতিবাচক বিষয়ে বললেও ইসরায়েলের নির্মম দখদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে কিছু বলেননি।
এর আগে, আইলেত ইসরায়েলের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কট্টর ডানপন্থী ইহুদি দল ইয়ামিনা পার্টির সদস্য ও ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের একজন প্রতিনিধি। তিনি আরব আমিরাত সফরে যেয়ে ইহুদিদের আধিপত্য ও স্থায়ীত্বের প্রতীক হিসেবে বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্রের প্রশংসা করেন।
বিডি-প্রতিদিন/শফিক