আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী শুক্রবার সন্ধ্যায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের টি-ফোর সামরিক ঘাঁটিতে হামলা চালায়। সানা বলছে, স্থানীয় সময় রাত নয়টা ৩৩ মিনিটে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়।
একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, সিরিয়ার আত-তান্ফ এলাকা থেকে ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাদের হামলায় সিরিয়ার ছয় সেনা আহত ও কিছু সম্পদের ক্ষতি হয়েছে।
এর আগে, গত মাসে ইসরায়েলি সেনারা লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সে সময় ইসরায়েল ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল যার মধ্যে ২১টি ভূপাতিত করে সিরীয় সেনারা। সিরিয়ায় তৎপর রাশিয়ার সামরিক কমান্ড এ তথ্য জানিয়েছিল। সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/কালাম