চীনে উল্লেখযোগ্যভাবে জন্মহার কমে গেছে। দেশটিতে গত বছর সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৪৯ সালে জন্মহার ছিল সর্বনিম্ন।
সোমবার এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মূল ভূখণ্ডে ২০২১ সালে প্রতি এক হাজারে সন্তান জন্মদানের হার ছিল মাত্র ৭ দশমিক ৫২ শতাংশ।
সবচেয়ে কম জন্মহারের ফলে দেশটিতে জনসংখ্যা সংকট দেখা দিয়েছে। অর্থনীতিসহ অন্যান্য ক্ষেত্রে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে। প্রত্যাশার চেয়ে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি হারে বেড়ে যাওয়ায় দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কালো ছায়া ফেলতে পারে বলে বিষেশজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।
দেশটিতে দীর্ঘদিন ধরে চলা এক সন্তান নীতির কারণেই মানুষের মধ্যে সন্তান জন্মদানের আগ্রহ কমেছে। যদিও সরকার এই নীতি তুলে নিয়ে দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমোদন দিয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
সূত্র: আল জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন