ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ ‘দ্য ইউরোপিয়ান কমিশন’ রাশিয়ার সেনা অভিযানে বিভিন্ন দেশে পাড়ি জমানো ইউক্রেনের শরণার্থীদের সাময়িকভাবে আবাসিকত্ব দেওয়ার প্রস্তাব করেছে।
প্রস্তাবিত এই চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া উক্রেনের নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইইউভূক্ত ২৭ দেশের নাগরিকদের মতোই সুযোগ সুবিধা পাবে প্রাণ বাঁচাতে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়রা।
আবাসিক অনুমতি দেওয়ার পাশাপাশি তাদের কাজের ব্যবস্থাও করা হবে। বৃহস্পতিবার এ বিষয়টি আলোচনা করবেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল