পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, রবিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে দক্ষিণ ইউক্রেনের মিকোলেইভে রুশ বাহিনীর বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। রবিবার আঞ্চলিক প্রশাসক এই তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শোনা গেছে। খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিউপোলের মতো শহরগুলো ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারা শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন, বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল