সীমান্তের ওপার থেকে ছোড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে। তবে এসব হামলায় কোন হতাহতের খবর পাওয়া য়ায়নি। এছাড়া এখনও কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। খবর আল জাজিরার।
বিষয়টি নিয়ে কুর্দিস্তান অঞ্চলের কাউন্টার টেরোরিজম-এর মহাপরিচালকের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যা যুক্তরাষ্ট্রের নতুন কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দু’টি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ইরবিল বিমানবন্দরের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক