রুশ আলোচনা প্রতিনিধি দলের প্রতিনিধি লিওনিড স্লাটস্কি বলেছেন, ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনার ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
লিওনিড স্লাটস্কি বলেন, আমরা যদি রাশিয়া এবং ইউক্রেনের আলোচনার শুরুর সময়কার আর এখনকার অবস্থানের কথা বলি, তাহলে আমরা ‘উল্লেখযোগ্য’ উন্নতি দেখতে পাবো।
আলোচনার এই অগ্রগতি উভয় দলের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে চুক্তি স্বাক্ষরের মতো অবস্থা হতে পারে বলেও প্রত্যাশার কথা জানান তিনি। গত শুক্রবার এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের কথা জানিয়েছিলেন। পুতিন বলেছিলেন— ইউক্রেনের সঙ্গে আলোচনার সুনির্দিষ্ট ইতিবাচক কিছু অগ্রগতি হয়েছে।
যদিও পশ্চিমারা পুতিনের কূটনৈতিক সমাধানে আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর গত বৃহস্পতিবার তুরস্কে শান্তি আলোচনায় অংশ নেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ওই বৈঠক কোনো উল্লেখযোগ্য অর্জন ছাড়াই শেষ হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল