রাশিয়া হামলায় বৃদ্ধি করায় ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া জরুরি হয়ে পড়েছে। মার্কিন সিনেটর রব পোর্টম্যান সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের এই সিনেটর বলেন, আমরা সরাসরি ইউক্রেনের নেতাদের কাছ থেকে শুনেছি যুদ্ধবিমান তাদের খুবই প্রয়োজন। আকাশ সীমায় নিয়ন্ত্রণ এবং রাশিয়াকে প্রতিরোধ করার জন্য।
সিনেটর রব পোর্টম্যান জানান, তিনি নিশ্চিত হতে পারছেন না, যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে দ্বিধাগ্রস্ত; যেখানে ইতোমধ্যে দেশটিতে সামরিক সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আপনি দেখছেন যে রাশিয়া প্রতিনিয়ত উত্তেজনাকর কথা বলছে এবং উসকানিমূলক কর্মকাণ্ড করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন প্রতিরক্ষাসামগ্রী চাচ্ছে। সুতরাং তাদেরকে এগুলো দেওয়া উচিত।
প্রসঙ্গত, পোলান্ড যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু ‘জার্মান বিমানঘাঁটি’ এবং নিজস্ব বিমানঘাঁটি দিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিমান দিতে অস্বীকৃতি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইউক্রেনে যুদ্ধবিমান দিলে রাশিয়ার সঙ্গে তাদের সরাসরি সংঘাত তৈরি হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল