ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে, রুশ আক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে প্রায় ২৭ লক্ষাধিক শরণার্থী ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
রবিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেছেন, এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে, যা স্থানীয় সময় শনিবারের (১২ মার্চ) চেয়ে এক লাখ ৭০০ জন বেশি।
এর মধ্যে শুধু পোল্যান্ড একাই ১৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি।
ইউক্রেনে রুশ অভিযানে ৪০ লাখ মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জাতিসংঘ।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন