একদিনে রাশিয়ার চারটি বিমান ও হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের স্টাফ অব আর্মড ফোর্সেস দৈনিক হালনাগাদ তথ্যে সোমবার এ দাবি করেছে। খবর বিবিসির।
তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার তিনটি হেলিকপ্টার ও একটি মানুষবিহীন যুদ্ধবিমান গুলি করে সফলভাবে ভূপাতিত করেছে।
তারা আরও জানিয়েছে, ইউক্রেনীয় ভূখণ্ডে লজিস্টিক্যাল সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে রাশিয়ার ফিল্ড ঘাঁটি এবং গুদামগুলোতে ‘ক্রাশিং স্ট্রাইক’ শুরু করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম