ইউক্রেনের রাজধানী কিয়েভের আন্তনোভ বিমানবন্দরে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
কিয়েভের উত্তরাঞ্চলীয় এই আন্তনোভ বিমানবন্দর, যা হোস্তমেল নামেও পরিচিতি, দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর ও অন্যতম প্রধান সামরিক ঘাঁটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরটি উপরে ধোয়ার কুণ্ডলি উড়ছে আকাশে। তবে ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম