সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
রুশ সামরিক অভিযানের এই ১৮ দিনেই ২৫ লাখ ইউক্রেনীয় নাগরিক শরণার্থীর পরিণতি বরণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সোমবার এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে মাতৃভূমি ছেড়ে শরণার্থীর পরিণতি বরণ করেছে ২৫ লাখ ইউক্রেনীয়। তারা প্রতিবেশি বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। রুশ এই সামরিক অভিযান ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয় দ্রুততম শরণার্থী সংকট’ সৃষ্টি করেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
এছাড়া আরও বহুসংখ্যক ইউক্রেনীয় দেশের অভ্যন্তরে বাস্তুচ্যূত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।
এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব শরণার্থীর অধিকাংশই নারী ও শিশু। কেননা, ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ ইউক্রেনীয় নাগরিকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম