রবিবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। বিশ্বের সবচেয় বড় সামরিক জোট ন্যাটোর এটি একটি বার্তা ও হুমকি বলে মনে করছে পোল্যান্ড।
পোল্যান্ডের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী মার্সিন প্রজাইডাকজ বিবিসিকে এ কথা বলেন।
রবিবার পোল্যান্ড সীমান্তের ২০ কিলোমিটার দূরে অবস্থতি ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩৫ জন নিহত হয়। আহত হয়েছে আরও অনেকে।
সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার হামলাকে উচ্চ উস্কানিমূলক প্রচেষ্টা হিসেবে উল্লেখ পোলিশ ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী।
তিনি বলেন, “তারা অবশ্যই জানে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি এলাকায়। তারপরও তারা সেখানে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা ন্যাটোকে হুমকি দিচ্ছে। এই হামলা সেই বার্তাই বহন করে।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম