মস্কো ও কিয়েভের মধ্যে ভার্চুয়ালি সমঝোতা আলোচনা শুরু হয়েছে। আলোচনায় আছেন উচ্চ পদস্থ রুশ ও ইউক্রেনের কর্মকর্তারা।
ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহকারি আইহোর ঝোভকভা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, তার বিশ্বাস আগের চেয়ে এখন ইতিবাচক মনোভাবে আছে রাশিয়া।
তিনি বলেন, ‘এবার তারা (রাশিয়া) কোনো আল্টিমেটাম দেয়নি, কোনো রেড লাইনও নেই। ইউক্রেনকে আত্মসমর্পণ করতেও বলেনি। তারা এবার গঠনমূলক সমঝোতা চাইছে।’
আরেক টুইট বিবৃতিতে ইউক্রেনের সমঝোতা প্রতিনিধি মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, চতুর্থ রাউন্ড আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করা।
পোডোলিয়াক আবারও বলেন, তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার সাথে ইউক্রেনের ভবিষ্যত সম্পর্ক কী হবে সে নিয়ে কোনো আলোচনাই হবে না।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল