রাশিয়া-ইউক্রেনের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই তথ্য নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগ কঠিন; তা সত্ত্বেও আলোচনা চলছে।
টুইটারে পোস্টের সঙ্গে তিনি একটি ছবি যুক্ত করেছেন। এতে ভিডিও কনফারেন্সে আলোচনা অনুষ্ঠিত হতে দেখা গেছে।
ইউক্রেনে রুশ হামলার কয়েক দিন পরই আলোচনায় বসে দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তারা। কিন্তু আলোচনায় অগ্রগতি নেই।
রক্তপাত বন্ধের সমাধান খোঁজার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়াতে আলোচনায় বসেছিলেন। যদিও সেই আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শনিবার বলেছেন, সর্বশেষ আলোচনায় রুশদের কাছ থেকে ভিন্ন পন্থা দেখতে পেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনায় কিছুটা ‘ইতিবাচক গতি’ এসেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফল কূটনীতির মাধ্যমে নির্ধারিত হবে না। ইউক্রেন যুদ্ধের ফলাফল লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল