বেলারুশ সীমান্তে তিন দফায় মুখোমুখি আলোচনায় মানবিক করিডোর ছাড়া এখনও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ। এবার ভার্চুয়াল আলোচনায় বসেছে দুই দেশের সমঝোতাকারী প্রতিনিধিরা।
আলোচনা শুরু হলেও সমঝোতা নিয়ে এখনও সন্দিহান ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা ও সমঝোতা আলোচনার প্রতিনিধি মিখাইলো পোডোলিয়াক বলেছেন, রাশিয়ার সাথে আলোচনা করা কঠিন। তবে আলোচনা চলছে।
টুইটে সমঝোতা আলোচনার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দুই পক্ষই সক্রিয়ভাবে তাদের অবস্থানের কথা জানাচ্ছে। তাই সমঝোতার পথটাও একটু কঠিন। কারণ এই দ্বন্দ্বটা আসলে দুইটা রাজনৈতিক পদ্ধতির।’
বিডি প্রতিদিন/নাজমুল