ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় পশ্চিমাদের তোপের মুখে রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশ থেকে আসছে একের পর এক নিষেধাজ্ঞা। তবে রুশ মিত্র চীন দেশটির ওপর ইউক্রেন অভিযানের নিন্দা পর্যন্ত জানাতে রাজি হয়নি। তবে বেইজিং ইউক্রেনে বিভিন্ন ধরনের সহায়তা পাঠিয়েছে।
এবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন অভিযানে চীনের কাছে সামরিক সহায়তা চায়নি রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনে অভিযান চালানোর একক ক্ষমতা রুশ সেনাবাহিনীর আছে।
ইউক্রেন অভিযানে চীনের কাছে সামরিক সহায়তা চাইছে রাশিয়া, মার্কিন এমন অভিযোগের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বিষয়টি খোলাসা করেছেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল