ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবহুল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া। সোমবার এমন কথাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।
রশিয়া টোয়েন্টি ফোর টিভিকে দেয়া ভাষণে পেশকভ জানান, ‘নগর অঞ্চলে হামলা চালালে অনেক বেসামরিক নাগরিক হতাহত হবেন। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তিপূর্ণ বেসামরিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান রাশিয়াকে জনবহুল এলাকায় হামলা চালানোর উস্কানি দিচ্ছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল