লন্ডনে এক রুশ ধনকুবেরের প্রাসাদ দখল করেছেন কয়েকজন বিক্ষুদ্ধ ব্যক্তি।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রাসাদটি রুশ ধনকুবের ওলেগ দেরিপাস্কার। তিনি অ্যালুমিনিয়াম ম্যাগনেট হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন যে ১৫ রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, দেরিপাস্কা তার মধ্যে অন্যতম।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পাঁচ বিক্ষুদ্ধ ব্যক্তি সোমবার মধ্য লন্ডনের বেলগ্রেভ স্কয়ারে অবস্থিত রুশ ধনকুবেরের প্রাসাদটি দখলে নেন। তাদের মধ্যে দুইজন পূর্ব ইউরোপীয়ান দেশের বাসিন্দা।
রুশ ধনকুবেরের বাড়ি দখলে নিয়ে তারা বলেছেন—ইউক্রেনের অসংখ্য মানুষ শরণার্থী হিসেবে আসছেন। প্রাসাদটি তাদের জন্য উন্মুক্ত করার লক্ষ্য তাদের। এই প্রাসাদে একটি সিনেমা হল, মদের বারসহ অসংখ্য কক্ষ রয়েছে।
রাশিয়ার ধনকুবের ওলেগ দেরিপাস্কার উদ্দেশ্যে তারা বলেন, আপনারা ইউক্রেন দখল করছেন; আমরা আপনার বাড়ি দখল করছি।
ক্রিম রঙের প্রাসাদটির সামনে অসংখ্য পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল