ইউক্রেনে রাশিয়ার যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি আর অগ্রসর হতে পারছে না, বরং থমকে গেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সরকার সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছে তাতে এ কথা বলা হয়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, রুশ বাহিনীর অগ্রাভিযান থমকে গেছে এবং ইউক্রেনের ভূখন্ডে তারা যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা অতিক্রম করতে তারা হিমশিম খাচ্ছে।
ইউক্রেনের সৈন্যরা যেসব সেতু ধ্বংস করে দিয়েছে- তা রুশ অগ্রাভিযান প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তা ছাড়া ইউক্রেনের আকাশের নিয়ন্ত্রণ দখল করার ক্ষেত্রে রুশ ব্যর্থতা তাদের সক্ষমতাকে ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয় - এমন প্রমাণও মিলছে যে রাশিয়া - ইউক্রেনের কিছু জায়গায় পূর্ব রাশিয়া থেকে সৈন্য এনে পুনর্মোতায়েন করতে হয়েছে, তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সহায়তাও নিতে হয়েছে।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভার এক বৈঠকে বলেছেন, ইউক্রেনে তার দেশের অভিযান পরিকল্পনা মতই এগোচ্ছে তবে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনৈতিক দুর্ভোগের কথাও তিনি স্বীকার করেন।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি বাংলা
বিডি প্রতিদিন/কালাম