রাশিয়ার সেনাবাহিনী বেসামরিক জনাকীর্ণ এলাকায় বোমা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল স্টাফ।
এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, স্থলে সামরিক অভিযানে ব্যর্থ হয়ে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। এখন তারা ইউক্রেনের শহরগুলোর অবকাঠামো ও জনাকীর্ণ এলাকায় হামলা চালাচ্ছে।
ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, রাশিয়া ইচ্ছা করেই ইউক্রেনের অনলাইন যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে। এছাড়াও রাশিয়ার সেনারা ইউক্রেনের টিভি ও রেডিওর সম্প্রচার ভবনকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে, সাথে মিথ্যা তথ্যও ছড়াচ্ছে।
এদিকে ইউক্রেন অভিযানে তিন সপ্তাহের কম সময়ে রাশিয়ার সাত হাজার সেনা মারা গেছেন। মার্কিন কর্মকতার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
আমেরিকার গোয়েন্দার জানিয়েছে, ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে ২০ বছরেরও এতো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।
ইউক্রেন অভিযানের রাশিয়ার দেড় লাখের বেশি সেনা অংশ নিয়েছে। তাদের মধ্যে ১৪ থেকে ২১ হাজার সেনা আহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।
এদিকে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের মানবিক সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে করনীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়া এই সভা ডেকেছে। সম্প্রতি ইউক্রেনের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় এই সভার উদ্যোগ নেয়া হয়েছে বলে বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল