অনাস্থা ভোটকে কেন্দ্র করে আবারও তোলপাড় পাকিস্তানের রাজনীতি। নিজের দলেই বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষমতাসীন দলের প্রায় ২৪ জন সংসদ সদস্য অনাস্থা ভোটে ইমরানের বিপক্ষে ভোট দেয়ার হুমকি দিয়েছেন।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, এই অবস্থায় ক্ষমতা ধরে রাখতে ইমরান খানকে বেশ চাপের মুখে পড়তে হবে। এদিকে, যদি অনাস্থা প্রস্তাব সফল হয়, সে ক্ষেত্রে ২৭ শতাংশ পাকিস্তানি মনে করেন শেহবাজ শরিফের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়া উচিত। তার বিপরীতে ১৭ শতাংশ পাকিস্তানি বিলাওয়াল ভুট্টোকে এ পদে দেখতে চেয়েছেন। এমন অবস্থায় ইমরান খান ক্ষমতায় থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২১শে মার্চ পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাবনার পর এ মাসের শেষের দিকে অনাস্থা ভোট হতে পারে গুঞ্জন রয়েছে।
শোনা যাচ্ছে, পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। যদি অনাস্থা ভোট হয়-ই এবং বিদ্রোহী এমপিদের বাগে আনতে না পারে পিটিআই তাহলে ইমরান খানের ক্ষমতা হারানোর ঝুঁকিটা খুব বেশি। এ অবস্থায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) দায়ের করা এক আবেদনের ওপর শনিবার শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির প্রায় ১শ' জন আইনপ্রণেতা গেল সপ্তাহে দেশটির পার্লামেন্টে ইমরান খানের বিপক্ষে অনাস্থা প্রস্তাব করেন। পাকিস্তানে ক্রমবর্ধমাণ অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির জন্য ইমরান খান ও তার দল তেহরিক ই ইনসাফকে দায়ী করে আসছেন বিরোধীরা।
সূত্র : ডন ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক