মুসলিম দেশগুলোর প্রতি রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও চীনের প্রতিও তিনি একই আহ্বান জানিয়েছেন।
ওআইসির ভুক্ত ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইসলামাবাদে ইমরান এই আহ্বান জানান ইমরান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ইউক্রেন যুদ্ধ বিশ্বের জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন ইমরান। তিনি বলেন, এরইমধ্যে ইউক্রেন যুদ্ধের ফল পেতে শুরু করেছে বিশ্ব। তাই সবাইকে এই যুদ্ধ থামানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল