ইউক্রেনে সেনা অভিযানে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সরাসরি ফোনালাপে পুতিনকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
জার্মান চ্যান্সেলর বলেছেন, পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তিনি বলেন, ‘আমি তাকে (পুতিন) সরাসরি ও পরিষ্কার কথা বলেছি। এটা কোনোভাবে গ্রহযোগ্য হবে না। এটা একেবারে ক্ষমার অযোগ্য।’
এদিকে রাশিয়ার সেনাদেনর বেশ স্মার্ট, দুর্দান্ত ও সৃজনশীলভাবে প্রতিহত করছে ইউক্রেনের সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিককদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আরও দেখছি তারা তাদের ভূখণ্ড রক্ষার চেষ্টা করছে, বিশেষ করে খেরসনে।’
কিরবির দাবি, ইউক্রেন বেশ ভালোভাবে সামলে নিয়েছে, রাশিয়ার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ, তাদের কোনো কৌশলও কাজে আসছে না।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল