রাশিয়ার জ্বালানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিলে ইউরোপজুড়ে তার ভয়াবহ প্রভাব পড়বে বলে জানিয়েছেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
তিনি বলেন, রাশিয়ার জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে জার্মানি। তবে সেটা একদিনে করতে গেলে জার্মানিসহ গোটা ইউরোপেই বড় মন্দা দেখা দেবে।
তিনি আরও সতর্ক করে বলেন, ‘গোটা শিল্প ভেঙে পড়বে। এরইমধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জার্মানিতে নেতিবাচক প্রভাব পড়বে।’
অন্যদিকে ইউক্রেন সেনা অভিযানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সরাসরি ফোনালাপে পুতিনকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
জার্মান চ্যান্সেলর বলেছেন, পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পুতিন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তিনি বলেন, ‘আমি তাকে (পুতিন) সরাসরি ও পরিষ্কার কথা বলেছি। এটা কোনোভাবে গ্রহযোগ্য হবে না। এটা একেবারে ক্ষমার অযোগ্য।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল