কয়েক দশক ধরে রাশিয়ান সরকারের থাকা আনাতোলি চুবাইস প্রেসিডেন্ট পুতিনের পরিবেশ সংক্রান্ত বিশেষ প্রতিনিধির পদ থেকে পদত্যাগ করেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর চুবাইস হলেন শীর্ষ প্রোফাইলধারী ব্যক্তি যিনি রুশ সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চুবাইস রাশিয়া ছেড়েছেন এবং তার আর দেশে ফেরার পরিকল্পনা নেই।
সিএনএন চুবাইসের কাছে পদত্যাগ এবং দেশ ত্যাগের বিষয়ে মন্তব্য চেয়েছে। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি।
২০২০ সাল পর্যন্ত চুবাইস রাশিয়ার পরিবেশ সংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন। ১৯৯০ এর দশকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের অর্থমন্ত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল