চীনের গুয়ানসি অঞ্চলের উঝোউয়ের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সোমবার চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ১৩২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটি ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর ছেড়ে যায়। বেলা ৩টা ৫ মিনিটে সেটি হংকংয়ের সীমান্তবর্তী গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে অবতরণের কথা ছিল।
বিমানের ফ্লাইট রেকর্ডারকে ব্ল্যাক বক্স বলা হয়। এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস যেখানে বিমানের সব তথ্য সংরক্ষিত থাকে। যেকোনো বিমান দুর্ঘটনার তদন্তে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান।
সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল