গত কয়েকদিন ধরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুকে প্রকাশ্য দেখা যায়নি। এ নিয়ে সাংবাদিকরা জানতে চান। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ব্যস্ত আছেন।
বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগুকে বেশ কয়েকদিন জনসম্মুখে দেখা যায়নি এমন প্র্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এখন ইউক্রেন নিয়ে ব্যস্ত। মিডিয়া কর্মকাণ্ড করার সময় নেই তার।
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, ইউক্রেন নিয়ে ন্যাটো দেশগুলোর ঐতিহাসিক এবং অপর্যাপ্ত জ্ঞান রয়েছে। একপ্রকার বাধ্য হয়েই তারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার করেছেন। কারণ, গত মাসে জাতিসংঘ মিশনে যুক্তরাষ্ট্র তাদের ১২ সদস্যকে বহিষ্কার করে। রাশিয়ায় অবস্থিত যেসব মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বুধবার তার একটি তালিকা যুক্তরাষ্ট্র পেয়েছে বলেও জানান তিনি।
ক্রেমলিনের এই মুখপাত্র আরও বলেন, রোমানা আব্রমোভিচের ওপর নিষেধাজ্ঞা সংলাপে প্রভাব ফেলেছে। কারণ প্রাথমিক পর্যায়ে আব্রমোভিচ সংলাপে অংশ নিয়েছিলেন বলে জানান তিনি।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল