রাশিয়া গত মাসে ইউক্রেনে আক্রমণ করার পর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে বিভিন্ন দেশের সংসদে কথা বলছেন। বৃহস্পতিবার তিনি সুইডেনের সংসদে কথা বলেছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সুইডেনের সংসদে বক্তব্যে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়া নিয়ে কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, আমরা শুধু ইউক্রেনের জনগণের জন্য লড়াই করছি না। আমরা ইউরোপের নিরাপত্তার জন্যও লড়ছি। এ সময় তিনি বলেন, ‘ইউক্রেন দেখিয়েছে, আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ন্যাটো সম্মেলনেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল