পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী পক্ষের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে আগামী বৃহস্পতিবার। এরপরের সাত দিনের মধ্যে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। আর এই বিষয়টি লাইভ টেলিভিশনে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ।
মঙ্গলবার ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ৩১ মার্চ (বৃহস্পতিবার) থেকে আলোচনা শুরু হবে এবং এরপর পরবর্তী ৭ দিনের মধ্যে ভোটাভুটি হবে।
এ সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ইমরান খানের পক্ষে রয়েছেন। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। অনাস্থা প্রস্তাবে সরকারকে সমর্থন দেওয়ায় পাকিস্তান মুসলিম লীগ- কায়েদে আজম গ্রুপ (পিএমএল-কিউ) এর মধ্যে ফাটল দেখা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কিত প্রতিবেদনগুলো সত্য নয়।
এদিকে পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ডনের এক খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন সরকার দাবি করেছে যে, বিরোধীরা বিদেশিদের সাথে আঁতাত করে ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে চায়। এ সংক্রান্ত একটি চিঠিও তারা প্রকাশ করেছে। তবে বিরোধী পক্ষ এই চিঠিকে ‘ফেক’ বলে মন্তব্য করেছন।
অন্যদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে ডনের খবরে আরও বলা হয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইমরানের খানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে লন্ডনে ইসরাইলি কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী সঠিক সময়ে জনগণের সামনে বিস্তারিত প্রকাশ করবেন। সূত্র : ডন/আল-জাজিরা
বিডি প্রতিদিন/আবু জাফর