আজ বুধবার রাশিয়াকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল-জাজিরাকে জানায়, “আলোচনার উদ্বোধনী অধিবেশনে ইউক্রেনে ক্রেমলিনের পছন্দের যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন এবং ইইউ কূটনীতিকরা কৌশলগত উদ্দেশ্য এবং নীতি সমন্বয়ের উপর দৃষ্টিপাত করবেন।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়াম এবং পোল্যান্ডে শীর্ষ ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করার এক সপ্তাহ পরে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বুধবার ৩৫তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম