তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিদলের গতকালের সংলাপ আশাবাদের সুর দিয়ে শেষ হয়েছে। আলোচনায় কিয়েভের আশপাশে সামরিক অভিযান ‘ব্যাপকভাবে কমানোর’ কথা বলেছে রাশিয়া। ইউক্রেন বলেছে, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তারা ‘জোট নিরপেক্ষ’ অবস্থান গ্রহণ করবে।
তবে যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছে ভিন্ন কথা। তারা বলছে, রাশিয়ার সেনারা ইউক্রেনে প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রুশ সেনাদের কিছু ইউনিট বেলারুশ ফিরে গেছে পুনর্গঠিত হতে, শক্তি সঞ্চয় করতে। খবর সিএনএনের।
মঙ্গলবার গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার এই সেনারা বেলারুশে পুনঃসরবরাহ এবং পুনর্গঠিত হওয়ার জন্য ফিরে গেছে।
যুক্তরাজ্যের গোয়েন্দাদের অনুমান, রসদ এবং লজিস্টিক সমস্যার কারণেই রুশ সেনারা বেলারুশে ফিরে গেছে। তবে ব্যাপক গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ সেনারা হারানো অবস্থান পূরণের চেষ্টা করবে বলেও সতর্ক করেছে যুক্তরাজ্য।
সিএনএন বলছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এসব তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল