ইসরায়েলের বেনেই ব্র্যাক শহরে মোটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনি যুবকের গুলিতে পাঁচ ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত হয়েছেন।
রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে এই ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হন ওই বন্দুকধারী ফিলিস্তিনি যুবকও।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে ওই পাঁচ ইহুদিবাদীকে হত্যা করা হয়।
হামলাকারীকে ২৬ বছর বয়সি একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়েছে যাকে ফাতাহ আন্দোলনের সদস্য হওয়ার কারণে ইসরায়েলিরা এর আগে ধরে নিয়ে জেলে রেখেছিল। ইসরায়েলি পুলিশ বলেছে, তারা গুলি করে বন্দুকধারী ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এ ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ‘বেনেই ব্র্যাক’ শহরের পাশাপাশি নিকটস্থ ‘রামাত গান’ বসতির অভিবাসীদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
এর দু’দিন আগে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাদেরা শহরে বন্দুকধারীরা দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করে। রবিবার ওই ঘটনায়ও ইসরায়েলি পুলিশের হামলায় বন্দুকধারী দুই ফিলিস্তিনি নিহত হন। তথ্যসূত্র: বিবিসি, হারেৎজ
বিডি প্রতিদিন/কালাম