ইউক্রেনে আক্রমণের জবাবে রাশিয়ার রাজনীতিবিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। দেশটির উপপ্রধানমন্ত্রী ডোমিনিক র্যাব জানিয়েছেন, ইউক্রেন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিবিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডোমিনিক র্যাব বলেন, পুতিনের যুদ্ধ যন্ত্র চেপে ধরতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আক্রমণ সম্পূর্ণ বন্ধ করার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
ইউক্রেন নিরপেক্ষ অবস্থান ধারণ করলে যুক্তরাজ্য তাদের নিরাপত্তার স্বাধীন জামিনদার থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডোমিনিক র্যাব বলেন, এটা নির্ভর করবে এর সঙ্গে প্রকৃত কি স্বার্থ জড়িত। আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে যাচ্ছি না এটা খুবই স্পষ্ট।
একই সময়ে যুক্তরাজ্যের এই উপপ্রধানমন্ত্রী বলেন, জেলেনস্কির কোনো কিছু প্রয়োজন হলে আমরা সেটা বিবেচনা করব। তবে ন্যাটো সদস্যভুক্ত দেশের প্রতি অঙ্গীকার আমরা ইউক্রেনে প্রয়োগ করব না। কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল