রাশিয়ার সাথে তুরস্কে দ্বিতীয় দফা সমঝোতা আলোচনায় অগ্রগতি হয়েছে বলেই জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা।
জেলেনস্কির ডেপুটি উপদেষ্টা ইহোর ঝোভকভা বলেন, আলোচনা নির্দিষ্টভাবেই সামনের দিকে এগোচ্ছে। তার দাবি, কোনো আল্টিমেটাম ও রেডলাইন দেওয়া ছাড়াই রাশিয়া ইউক্রেনের দাবির কথা শুনেছে।
তবে পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের ব্যাপারে জানতে চাইলে বিবিসি রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন এক ইঞ্চি ভূখণ্ডও ছাড় দেবে না।
তিনি আরও জানান, রাশিয়া অভিযান শিথিল করার কথা বললেও এখনও কিয়েভ কিংবা চেরনিহিভ থেকে সেনা সরায়নি।
এর আগেও তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৈঠকে বসেছিলেন। তবে সেই বৈঠক কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল