চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়াতে বেইজিং এবং মস্কো আরও প্রতিশ্রুতিবদ্ধ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
ওয়াং ই বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং নতুন পরীক্ষার মধ্যেও দুই দেশের সম্পর্ক অক্ষত রয়েছে। উভয় দেশ সঠিক পথ নির্দেশনা রক্ষা করেছে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনায় চীনের সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি।
বৈঠকের পূর্বে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নতুন বিশ্ব বাস্তবতায় চীনের প্রশংসা করেন।
চীন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই ঘটনার জন্য ন্যাটোকে দোষারোপ করেছে। তবে একইসঙ্গে চীন একাধিকবার জানিয়েছে, তারা যুদ্ধ বন্ধের জন্য কাজ করছে।
গত সপ্তাহে পশ্চিমা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, রাশিয়া চীনের কাছে আর্থিক এবং সামরিক সহায়তা চেয়েছে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সহযোগিতা না করতে হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল