যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন।
সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ডেভিড ক্যামেরন বলেন, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে সামরিকভাবে কামড়ে ধরেছে। আর যুক্তরাজ্যকে অর্থনৈতিকভাবে কামড়ে ধরতে হবে।
যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রী তার নিজের দেশসহ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, একজন যুদ্ধাপরাধী যিনি বেসামরিক নাগরিক, তাদের বাড়ি-ঘর, স্কুল এবং হাসপাতালে বোমা ফেলছেন, তার পাশে বসা আমেরিকার প্রেসিডেন্টের জন্য ভাবা যায় না।
সাবেক এই প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রতি সামরিক সহযোগিতার পাশাপাশি ইউক্রেনে যত সম্ভব সহযোগিতার আহ্বান জানান।
পুতিন দুই বার তার সঙ্গে মিথ্যা বলেছেন বলেও অভিযোগ করেন তিনি। সেই দুই বার হলো- ২০১৪ সালে ক্রিমিয়ায় রুশ সেনার উপস্থিতি নিয়ে এবং ইউক্রেনে মালয়েশিয়ার বেসামরিক বিমান ভূপাতিত করা নিয়ে।
বিডিপ্রতিদিন/কবিরুল