ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়ার হামলার কারণে পাঁচ সপ্তাহ ধরে নিজের সন্তানদের দেখতে পারছেন না তিনি। যুদ্ধে মনস্তাত্ত্বিক প্রভাবের ওপর আলোকপাত করেন তিনি।
৪০ বছর বয়সী কুলেবা বলেন, ‘রাশিয়ান হামলায় ইউক্রেনে শত শত নারী ও শিশু নিহত হয়েছে। আমি ৫ সপ্তাহ আমার নিজের বাচ্চাদের দেখিনি। আমি মাঝে মাঝে তাদের সঙ্গে ফোনে কথা বলি। আমার দুটি কুকুর আছে এবং তাদেরও দেখিনি। এটা লজ্জাজনক; এটা বিধ্বংসী।”
নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অনেক কিছু করা হয়েছে। কিন্তু যুদ্ধ যতদিন চলবে, আরও কিছু করা দরকার।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা (ইউক্রেন) ইতিহাসের সঠিক দিকে আছি। আমাদের ন্যায্য দাবি করার অধিকার আছে। আমার দেশকে যেকোনো মূল্যে লড়াই করতে হবে। এই যুদ্ধে আমাদের হেরে যাওয়া উচিত হবে না।’
‘আমরা কাউকে আক্রমণ করিনি। প্রাথমিক ধারণা ছিল যে, দু-এক দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, তা ভুল প্রমাণিত হয়েছে। এখন আমরা (যুদ্ধের) দ্বিতীয় মাসে আছি,’- বলেন কুলেবা।
সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ