পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার পার্লামেন্টে সেই গোপন চিঠি উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। এমন কথাই জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
এরইমধ্যে তড়িঘড়ি করে এক বৈঠকে ‘বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ থাকা সেই চিঠিটি’ মন্ত্রী পরিষদকে দেখিয়েছেন ইমরান। তবে এই বৈঠকে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের দুই মিত্র মুত্তাহিদা কওম মুভমেন্ট ও বালুচিস্তান আওয়ামী পার্টির কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
টিভি উপস্থাপকদের বাছাই করা একটি দলকে ইমরান খান জানিয়েছেন ওই চিঠির ভাষা হুমকিমূলক ও আক্রমণাত্মক। তবে চিঠিতে কী আছে, তা গণমাধ্যমকে দেখাননি ইমরান।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল