ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে গতকাল বুধবার পর্যন্ত রুশ সেনাদের ভয়ে দেশটির ৪০ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার একদিন পরে বৈশ্বিক এই সংস্থাটি বলছে, তারা দু’পক্ষের মধ্যে প্রাথমিক অগ্রগতির আশা বাদ দিয়েছেন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে গতকাল বুধবার পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার ২৮৭ জন ইউক্রেনীয় দেশটি ছেড়ে পালিয়ে গেছে। এর মধ্যে ৯০ শতাংশ শিশু ও নারী।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইটার পোস্টে বলেন, আমি সবেমাত্র ইউক্রেনে পৌঁছেছি। এখন ইউক্রেনীয় কর্তৃপক্ষ, জাতিসংঘ এবং অন্যান্য অংশীদারদের সাথে এই ‘অর্থহীন যুদ্ধে’ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের প্রতি সহায়তা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা শুরু করব।
ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকটে পড়েছে জানিয়ে জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম বলছে, রাশিয়ার সেনা অভিযানের পরে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ৬০ লাখ ৪৮ হাজার মানুষ।
বিডি প্রতিদিন/আবু জাফর