গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে বিচারের মুখোমুখি করা হয়েছে অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেইকে। তিনি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন এ কাজ করতেন। বেইজিংয়ের একটি আদালতে বিচার কার্যক্রম চলছে।
২০২০ সালের আগস্টে চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাংবাদিক চেং লেই আটক হন। তার বিরুদ্ধে চীনের সরকারি গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চেং লেইর পরিবারের দাবি, তিনি নির্দোষ।
চেং লেইকে আটক করায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার চীনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার সাংবাদিকদের জানান, তাকে আদালতের কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘এটি খুবই উদ্বেগজনক। গোপনে পরিচালিত বিচার কার্যক্রমে আমাদের কোনো আস্থা নেই। চেং লেইয়ের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা চেষ্টা চালিয়ে যাবো।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা