ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে বুচা শহর ও ইরপিনে হত্যাযজ্ঞের ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করতে যাচ্ছে কানাডা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এ কথা জানিয়েছেন।
বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে বৈঠক করছেন। সেখানে সাংবাদিকদের জোলি বলেন, “আমরা বুচাতে যা দেখেছি তার মধ্যে চরম অমানবিকতা রয়েছে।”
তিনি বলেন, “ইতোমধ্যেই ডেপুটি মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ ভি স্টেপানোভকে বুচা এবং ইরপিনে যা ঘটেছে তার চিত্র তুলে ধরা বিষয়টি নিশ্চিত করতে।”
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে নয় রাশিয়ান ও নয় বেলারুশিয়ান ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম