সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলা সৌদি আরবে পাঠানোর নির্দেশ দিয়েছেন তুরস্কের আদালত। বৃহস্পতিবার তুরস্কের আদালত এই রায় দেন।
এর আগে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় ইস্তাম্বুলের আদালতে চলমান মামলা বাতিলের আবেদন করে তুরস্কের প্রসিকিউটর। সেই সঙ্গে মামলাটি সৌদি আরবে পাঠানোর আবেদন করা হয়।
গত সপ্তাহে তুরস্কের প্রসিকিউটর শুনানিতে আদালতকে বলেন, এ মামলায় আদালতের আদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। কেননা, অভিযুক্তরা সবাই বিদেশি নাগরিক। এ কারণে তুরস্কের বিচার মন্ত্রণালয় মামলাটি সৌদি আরবে স্থানান্তরের আবেদন করে।
সিএনএনের খবরে বলা হয়েছে, খাসোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ আসামির অনুপস্থিতিতে তুরস্কে মামলা ছিল। বৃহস্পতিবার তুরস্কের আদালত রায় দিয়েছে, অভিযুক্ত আসামিদের অনুপস্থিতির কারণে মামলা সৌদি আরবে স্থানান্তর করা যাবে।
২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলটে সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগিকে হত্যা করা হয়। এটা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়।
জামাল খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে তুরস্কের কর্মকর্তাদের মূল্যায়ন— সৌদির সর্বোচ্চ কর্তৃপক্ষ হত্যার অনুমোদন দিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুমান, প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল