পাকিস্তানের সুপ্রিম কোর্ট পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে বৃহস্পতিবার। আবারও অধিবেশন বহাল রাখতে বলেছে সর্বোচ্চ এই আদালত। একই সাথে আদালত অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করে দেওয়া ডেপুটি স্পিকারের রায়কে সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। আগামী শনিবার অনাস্থা ভোটের আয়োজন করারও নির্দেশ দেন আদালত।
এই ঘটনায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তানের বিরোধীরা। এক টুইট পোস্টে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো লিখেছেন—‘গণতন্ত্রই শ্রেষ্ঠ প্রতিশোধ!’
জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফও এক সংবাদ সম্মেলনে বলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে সংবিধান ও পাকিস্তানের সুরক্ষা নিশ্চিত হয়েছে। আদালতের স্বাতন্ত্র্য ও মর্যাদা সমুন্নত থেকেছে।
সূত্র: টুইটার
বিডি প্রতিদিন/নাজমুল