ইমরান খানকে সোজা বোল্ড আউট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। ৩৪ বছরের রাজনীতির জীবনে তিনি তিনবার সিএম হয়েছেন, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। এদিকে, ছোট ভাই প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পর পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঈদের দেশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।
পাকিস্তান মুসলিগ লীগের (নওয়াজ) জ্যেষ্ঠ নেতা মিয়া জাবেদ লতিফ দাবি করেছেন, ‘ঈদের পর আগামী মাসে লন্ডন থেকে নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’ লতিফের বরাত দিয়ে এখবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়াসহ বেশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এ তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তাই এখন প্রশ্ন উঠেছে তবে কি সত্যিই ঈদের পর পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ?
মিয়া জাবেদ লতিফ আরও দাবি করেছেন, `তিন বারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বর্তমান জোট সরকারের শরিকদের সঙ্গে আলোচনা করা হবে।' যদিও নওয়াজ শরিফের মুখপাত্র মুহাম্মদ জুবায়ের পিএমএল-এনের সর্বোচ্চ নেতার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। তিনি বলেন, ‘এটি স্পর্শকাতর বিষয়। এ পর্যায়ে এ নিয়ে কোনো কিছু যাবে না।’
উল্লেখ্য, ৭২ বছর বয়সী নওয়াজ শরীফের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা করেছিল ইমরান সরকার। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে পানামা পেপারস মামলায় দেশটির সুপ্রিম কোর্টের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরীফ। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
বিডি-প্রতিদিন/শফিক