ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে সেখানকার স্থানীয় মেয়র।
নগরীর মেয়র ভাদিম বয়চেঙ্কো সোমবার সংবাদ সংস্থা এপি’র সঙ্গে সাক্ষাৎকারে এ দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
মেয়র বলেন, “মৃতদেহগুলো ‘রাস্তায় কার্পেটের মতো’ রাখা ছিল।”
ভাদিম বয়চেঙ্কো মারিউপোল নগরীর বাইরে একটি অজ্ঞাত স্থান থেকে এসব কথা বলছিলেন।
তিনি আরও বলেন, “মারিউপোলে এখনও এক লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক রয়েছে। তাদের জরুরি ভিত্তিতে খাবার, পানি ও ওষুধের প্রয়োজন।”
বয়চেঙ্কো আরও বলেন, “তিনি রাশিয়ানদের একটি বিশাল শপিং সেন্টারে মৃতদেহ সংগ্রহ করে ফ্রিজে সংরক্ষণ করার খবর পেয়েছেন।”
তিনি বলেন, “মৃতদেহ পোড়ার ভাসমান চুল্লিগুলো ট্রাকের আকারে এসেছে, ‘এটি খুলুন, এবং ভিতরে একটি পাইপ আছে এবং মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে।”
তবে মেয়র বয়চেঙ্কোর এই দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম