রুশ অভিযান শুরুর পর ছয় সপ্তাহে ঘরবাড়ি ছেড়েছে দুই-তৃতীয়াংশ ইউক্রেনিয়ান শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
জাতিসংঘ ইউক্রেনে ১৪২ শিশুর মৃত্যুর সত্যতা যাছাই করেছে। তবে তারা জানিয়েছে, শিশু মৃত্যুর সঠিক সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
সম্প্রতি ইউক্রেন থেকে ফেরা ইউনিসেফের ইমার্জেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ম্যানুয়েল ফন্টেইন বলেছেন, ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখ বাস্তুচ্যুত হয়েছে। গত ৩১ বছরে তিনি এমন বিপর্যয় দেখেননি।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফন্টেইন আরও বলেছেন, ইউক্রেনের ৩২ লাখ শিশু এখনো তাদের বাড়িতে আছে। তবে তাদের অর্ধেকই পর্যাপ্ত খাবার না পাওয়ার ঝুঁকিতে রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা