পাকিস্তানের সব থেকে বড় শহর করাচি অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক নেতা।
শনিবার শহরে অনুষ্ঠিত এক জনসভায় এই হুমকি দেন সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল। খবর ডনের।
পিটিআইয়ের এই নেতা বলেন, ইমরান খানের ডাকে সমগ্র শহর রাজপথে নামতে চায়। তারা ইচ্ছা করলে করাচি শহর অচল করে দিতে পারেন দাবি করে তিনি বলেন, আধা ঘণ্টার নোটিশে আমাদের শহর অচল করে দেওয়ার ক্ষমতা রয়েছে।
অতীতে তারা এটা করেছেন উল্লেখ করে তিনি বলেন, পুনরায় এটা করতে তারা মুখিয়ে আছেন।
সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল বলেন, আমরা খান সাহেবের নির্দেশে এগিয়ে যেতে চাই। রাজপথ দখলে নিয়ে তাদের (বিরোধীদের) শিক্ষা দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে একটি চার্টার বিমানে করে করাচি পৌঁছান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত ইমরান খান। সেখানে পিটিআই নেতা ইমরান ইসমাইল ও সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সারসহ দলীয় নেতা–কর্মীরা তাকে স্বাগত জানান। পরে বাঘ-ই-জিন্নাহতে সমাবেশ করেন ইমরান খান। সমর্থন জানিয়ে সমাবেশে অংশ নেওয়ায় শহরবাসীকে ধন্যবাদ জানান তিনি। ইমরান খান বলেন, পিটিআইয়ের স্বার্থ রক্ষা করাটা তার করাচি সফরের উদ্দেশ্য নয়। বরং পাকিস্তান এবং দেশের শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এ কাজ করা।
বিডিপ্রতিদিন/কবিরুল