রাশিয়ার রাজধানী মস্কোতে প্রায় দুই লাখ কর্মী চাকরি হারাতে পারেন। শহরটির মেয়র সার্গেই সোবিয়ানিন এই এ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নিষেধাজ্ঞার ফলে বিদেশি কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে যাবার ফলে এটা হতে পারে। খবর সিএনএনের।
এক ব্লগ পোস্টে মস্কোর মেয়র বলেছেন, ঝুঁকিতে ২ লাখ কর্মীর কর্মসংস্থানে সহায়তার জন্য গত সপ্তাহে কর্তৃপক্ষ ৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার অনুমোদন দিয়েছে। যেসব বিদেশি প্রতিষ্ঠান অস্থায়ীভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে বা রাশিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানকার কর্মীদের লক্ষ্য করে এই প্রকল্প নেওয়া হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা শুরুর পর শত শত পশ্চিমা প্রতিষ্ঠান রাশিয়া থেকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে।
মেয়র সোবিয়ানিন বলেন, এখন যারা চাকরিতে আছেন, তাদের বেশ কয়েকটি শহরের সংস্থা, পার্ক ও অন্য কোথাও জনসেবামূলক কাজে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল