রাশিয়ার সেনারা এখনও বন্দরনগরী মারিওপোল পুরোপুরি নিজেদের দখলে নিতে পারেনি বলে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তারা বলেছে, মারিওপোলে থাকা ইউক্রেনের সেনারা কঠিন সময় পার করছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়াঙ্ক জানিয়েছেন, রাশিয়ার সেনারা আগের তুলনায় বোমা হামলা ৫০ গুণ বাড়িয়েছে। তারা এখন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গতকাল রবিবার মারিওপোলে যুদ্ধ করা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য কয়েক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। তবে ইউক্রেন সেই আল্টিমেটাম মানেনি। কিয়েভ বলেছে, তাদের সেনারা শেষ পর্যন্ত দেশের জন্য লড়ে যাবে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল